বাংলা ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে ‘ সঙ্গীত মনন ‘ পত্রিকার আত্মপ্রকাশ

২৯ মে,২০২২ এ রবিবার কলকাতা প্রেস ক্লাবে সন্ধ্যা ৬টায় বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটলো ‘সঙ্গীতমনন(জগৎ জোড়া সুরের আসন)’ পত্রিকার,প্রকাশক লন্ডনের আনন্দধারা আর্টস। ব্রিটেনের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের অন্যতম মুখপাত্র ড. ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে সাংস্কৃতিবিষয়ক ষান্মাসিক পত্রিকাটি প্রকাশিত হলো ও অভিবাসী বাঙালিদের উদ্যোগে আয়োজিত হলো একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান।সভাপতিত্ব করলেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিচারক শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়।অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান,ড.ইমতিয়াজ আহমেদ,প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও ব্রিটেনের খ্যাতনামা চিকিৎসক,প্রখ্যাত বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরুতে সুতপা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ও তারপর একে একে রবীন্দ্রসঙ্গীত গেয়ে অনুষ্ঠান মাতিয়ে তুলেছিলেন ড. ইমিতিয়াজ আহমেদ ও তারপর শেষে অংশ নিলেন ওস্তাদ রশিদ খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পূর্বাঞ্চলের সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শ্রীমতি গৌরী বসু ও প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কলকাতাস্থ মাননীয় উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস।

সঙ্গীত মনন পত্রিকার আত্মপ্রকাশ

Share This Event