বৈঠক

কলকাতার নৃত্যজগতের পরিচিত শিল্পীদের নিয়ে রঙ্গমঞ্চ পরিচালনায় 22 শে আগস্ট,2020থেকে ডিজিটাল প্লাটফর্মে শুরু হয়েছিল “বৈঠক”। 30 শে আগস্ট, 2020 অবধি চলেছে এই উৎসব

ঋতুশ্রী চৌধূরী, সৌভিক চক্রবর্তী, রম্যানি রায়, সৌম্য ভৌমিক, ইভানা সরকার, পৌলমি মুখার্জি, অভিজিৎ কুন্ডু, শিব নারয়ণ ব্যানার্জী, কলামন্দলাম স্বর্ণদীপা মহান্তের  মত কলকাতার খ্যাতনামা নৃত্য শিল্পীরা ছিলেন এই উৎসবে। আর এই উৎসব এর ভাবনার পেছনে  ছিলেন রঙ্গমঞ্চ এর তিন কর্ণধার দেবাদৃতা মজুমদার, ঋত প্রতিম চৌধুরী , সৌপর্ণী সিংহ। এই তিন কর্ণধারের চেষ্টা এমন ভয়াবহ পরিস্থিতি তে সবাই কে আশার আলো দেখানো এবং শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে সব মানুষ কে সচেতন করা।

দর্শকের কাছে এই নৃত্য উৎসব মনোগ্রাহী হয়ে উঠেছে বলে আশাবাদী উৎসব পরিচালকরা।তাঁরা জানান,”নতুন প্রজন্মের কাছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে জ্ঞান আসতে আসতে কমে যাচ্ছে।যাতে তারা নৃত্য চৰ্চা ও অনুশীলনের মধ্যে থাকতে পারে এই কঠিন পরিস্থিতিতেও এবং আরও তথ্য জানতে পারে তাদের মনের প্রশ্ন দুর করতে পারে।সকলের শুভেচ্ছা ও সহযোগিতা পেলে আগামীতেও আমাদের এমন আরো অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।”

রঙ্গমঞ্চ এর মুল উদ্দশ্য সকলের কাছে পৌঁছে যাওয়া তাদের এই ফেসবুক পেজের মাধ্যমে। তারা শুধু শাস্ত্রীয় নৃত্য না সব রকমের আর্ট ফর্ম কে রেখেছে তাদের এই ভাবনায়। রঙ্গমঞ্চ এর কর্ণধার রা সবাই খুবই ছোটো তারাও নতুন প্রজন্মের দুত। তাদের ডাকে সাড়া দিয়ে সব শিল্পীরা এগিয়ে এসেছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য রঙ্গমঞ্চ কৃতজ্ঞ থাকবে সব শিল্পীদের কাছে। সবাই আসুন এবং রঙ্গমঞ্চ কে আরও সাফল্য পেতে সাহায্য করুন।

Share This Event