পুরুষ তুমি প্রেমিকও হও

porus tumi premik haw

Share This Post

স্বয়ম্বরে ত্যাগ করো গান্ডীব।
বিজয়,তোমারও থামুক টঙ্কার। । 
পৌণ্ড্র, দেবদত্ত, অনন্তবিজয়। 
প্রশ্নর মুখে দাঁড়াক অহংকার । । 
আর মন্ত্রণা পাক
পুরুষ তুমি প্রেমিকও  হও। । 

তুমি নাকি দেবতার প্রিয় ?
তবে কেন  কেবলই তিস্য রক্ষা পায়?
আর জহরব্রতর অগ্নিকুণ্ড থেকে। 
পদ্মাবতীরা আর্জি জানায়। । 
আর মন্ত্রণা দেয়
পুরুষ তুমি প্রেমিকও  হও। ।

বরং তুমি ‘অঘোর’ রূপে  এসো। 
অশ্রুতে ফের ভস্ম দক্ষপুর। । 
জানুক আজও শক্তিপীঠে কাঁদে। 
সব হারানো নিঃস্ব প্রেমের সুর। । 
আর মন্ত্রণা দাও । 
পুরুষ তুমি প্রেমিকও হও। ।

লেখক পরিচিতি : সোমনাথ ঘোষ 

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch