স্বাধীনতা আর কোথায় দেশে?
পরাধীনতাই করছে বাস।
হে বীর! তুমি এনেছিলে যে স্বাধীনতা
রক্তের বিন্দু বিন্দু ক্ষরণ করে,
আজ লোপ পেয়েছে ‘আদর্শ তব’;
যুগান্তরের অস্পষ্টতার হাতে হাত ধরে,
চরম ঝড় উঠেছে তাই ধর্মের আর রাজনীতির এই সন্ধিতে।
তবুও যেন শেষ নয়,বাকী আছে এখানে আরো,
ঘৃণার ভ্রুণ ধরেছে আজ ভাষার ভাব প্রসঙ্গে;
হে বীর! তোমার দেওয়া স্বাধীনতা আর পাই না খুঁজে
এই ভিটেতে।।
শুভদীপ চ্যাটার্জী (অধ্যান্ত)