স্বাধীনতার মানে

স্বাধীনতার মানে

Share This Post

স্বাধীনতা আর কোথায় দেশে?
পরাধীনতাই করছে বাস।
হে বীর! তুমি এনেছিলে যে স্বাধীনতা
রক্তের বিন্দু বিন্দু ক্ষরণ করে,
আজ লোপ পেয়েছে ‘আদর্শ তব’;
যুগান্তরের অস্পষ্টতার হাতে হাত ধরে,
চরম ঝড় উঠেছে তাই ধর্মের আর রাজনীতির এই সন্ধিতে।
তবুও যেন শেষ নয়,বাকী আছে এখানে আরো,
ঘৃণার ভ্রুণ ধরেছে আজ ভাষার ভাব প্রসঙ্গে;
হে বীর! তোমার দেওয়া স্বাধীনতা আর পাই না খুঁজে
এই ভিটেতে।।


শুভদীপ চ্যাটার্জী (অধ্যান্ত)

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch