২ জুন ১৯৭৫ সালে ফ্রান্সের লিও শহরে এগ্লিস সেন্স নেই জিয়ার চার্চে সকাল থেকেই দখল নিল ১০০ উপর যৌনকর্মী।ঝুলিয়ে দিয়েছিল লম্বা ব্যানার, যাতে লেখা ছিল :
“আমাদের ছেলেমেয়েরা তাদের মায়েদের জেলে রাখতে চায় না”।
সেই সময় ফ্রান্সে বেশ্যাবৃত্তি অপরাধ না হলেও প্রকাশ্যে খদ্দের ধরা আইনত অপরাধ ছিল।এই আইনকে হাতিয়ার করে প্রায়শই যৌনকর্মীদের হেনস্থা করা হতো। পুলিশি নির্যাতন লেগেই থাকত। এই পরিস্থিতিতে উল্লাহ নামের এক যৌনকর্মীর নেতৃত্বে এই অভূতপূর্ব ঘটনা যৌনকর্মীদের তাদের কাজের পরিসরে অধিকারের দাবিতে তারা বিক্ষোভ করে। তারা জানিয়ে দেন তাদের দশজন সহকর্মীর বিরুদ্ধে সমস্ত মামলা তুলে না নেওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বে না। বহু নারীবাদী ও কুয়্যার সংগঠন তাদের সমর্থনে দাঁড়ান। তাদের সমর্থন আসে স্থানীয় মানুষদের থেকেও। গির্জায় পুলিশ ডেকে এই অবস্থান তুলে দিতে রাজি হন না। ফলে অবস্থান বিক্ষোভ চলতেই থাকে। লিয়ন শহরের এই বিক্ষোভের কথা ছড়িয়ে পড়তেই বিভিন্ন শহরে যৌনকর্মীরা রাস্তায় নামেন। একই সাথে প্রায় অনেক যৌনকর্মী স্ট্রাইকে যান। তারা দাবি তোলেন যতক্ষণ না এই অমানবিক পরিস্থিতি বদলাচ্ছে তারা কেউ কাজে ফিরবে না।
লেখক পরিচিতি : নাফিসা
বিদ্যাসাগরের কলেজের ছাত্রী
বিষয় : জার্নালিসম্ ও মাস কমিউনিকেশন