বাংলার মুখ একজিবিশন ২০২০-২১

হালকা শীতের আমেজ এবং এক রঙিন পরিকল্পনা। আর্টিস্ট এবং আর্টের সমাহার। “মডেলিং যে কেবল একটি গোষ্ঠীর জন্য কিংবা সাদা চামড়ার মানুষ এর মধ্যেই সীমিত”- এই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে ডিসেম্বর এর শহরে টালিগঞ্জের একটি হলের রুফ টপে (২৬ তারিখ, শনিবার) অনুষ্ঠিত হয়েছিল এক মন ভালো করে দেওয়ার মতো অনুষ্ঠান বাংলার মুখ একজিবিশন ২০২০। সাহায্য প্রাপ্ত একটি শো হলেও AD RISHABH  পুরোপুরি ভাবে যুক্ত ছিলেন এই একজিবিশনে। কোথাও এতটুকু কমতি ছিল না তাঁর এই ইভেন্টে। ছিল চেনা এবং অচেনা মুখের সমাহার। বলাই বাহুল্য বাংলার ফুল গাঁদা ও লাল কারের ডেকোরেশনে এক অপূর্ব দৃশ্য চোখ কেড়েছিলো, সেখানে উপস্থিত সকল দর্শকের।

কোনো বিরাট আয়োজন নয়, বরং ভিষন সাদামাটা ভাবে পরিবেশন করা হলো মন ভরে যাওয়ার মতো একটি অনুষ্ঠান।খোলা আকাশের নিচে এক রঙিন অনুষ্ঠানের   সম্মুখীন হওয়ার সুযোগ সাথে মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কিংবা উপস্থিত থাকার জন্য দর্শকদের মধ্যে নিজেকে ওই সুন্দর পরিবেশে ফ্রেমবন্দি করার প্রবণতা লক্ষ্য করা যায়। সকলকে সঙ্গে নিয়ে নৃত্য সহযোগে ‘এসো শ্যামল সুন্দর’ পরিবেশন করেন দুজন তরুণ নৃত্যশিল্পীরা।

এরপরই মঞ্চের দায়িত্ব নেন ফ্যাশন শো এর পরপর দুটি দল। এবং একের পর এক সুন্দর  লুকে বেড়িয়ে আসেন মডেলরা। গোটা রুফ টপ জুড়ে ছিল লাল ও হলুদ গাঁদার অপরূপ সজ্জা এবং বিভিন্ন ফোটোগ্রাফারদের তোলা ছবি। ছবিগুলিতে কেবল প্রফেশনাল মডেলরাই স্থান পাননি। সমাজের প্রতিটি স্তরের মানুষরাও ছিলেন ছবির ফ্রেম গুলিতে। সমাজের সেই প্রতিটি স্তরের মানুষজন দের নিয়ে ফুটিয়ে তোলা হয় এক সুন্দর বার্তা,

“Every person are beautiful every person are different to others, so i just because of that personally realized for as an artist anyone can be an artist, if they really want.”- AD RISHABH

সানি বাগ
সল্টলেক, উত্তর ২৪ পরগণা জেলা-এর অধিবাসীজন্ম 
৩রা জুন, ২০০১
কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত,
শেঠ   আনন্দরাম   জয়পুরিয়া  কলেজ,
এর দ্বিতীয় বর্ষের  সাংবাদিকতা  বিষয়ের  ছাত্র।

Share This Event