তুমি নারী,
তুমি ধর্ষিত দেশ-দেশান্তর জুড়ে,
নরক্ষাদক; পিশাচ নারীমাংসের লোভে-প্রলোভনে
খুবলে যায় নারী দেহ,
নপুংসক, তোমার সর্বাঙ্গ জুড়ে পৌরুষত্বের অহংকার ;
নারী স্বাধীনচেতা হলে;
তা সুযোগ দেওয়ার অজুহাত মাত্র ,
বাসে ট্রেনে তুমি সুযোগ খোঁজো
নারী দেহ ছোবে বলে,
পরিধানের অন্তর্বাস লক্ষ্য মাত্র নারীর চরিত্র হননে
তোমার কন্ঠে গেলো গেলো রব ওঠে,
ঘরে বাইরে পাড়ার মোড়ে সর্বত্র নারী নিপীড়িত, লাঞ্ছিত।
সব প্রতিবাদের ঝড় মোমবাতি মিছিলেই থেমে যায়,
চতুর্দিকে রাজনৈতিক রঙের ধ্বজা , নিরাপত্তা কোথায় তবে?
ধর্ষিতা নারী প্রশ্ন করে।।
লেখক পরিচিতি :
…….শুভদীপ চ্যাটার্জি (অধ্যান্ত)
(স্টাফ রাইটার, রিসাইটাল স্ফেরিকাল)