জাহাজের চিরকুট

Share This Post

কোনদিন ছুঁয়ে দেখিনি তোমায় ।
আমাদের না হওয়া ভালবাসা হয়তো পথ হারিয়েছে দক্ষিণ চীন সাগরের কুয়াশায়।

তবে নাবিকের দল কবে আর হাল ছাড়ে ?
ভাঙ্গা নোঙর
ভাঙ্গা পাঁজর
ভাঙ্গা কম্পাস ।
শীতল সাগর
ভয়ের প্রহর
তবু, শুকতারা অবকাশ ।

ভাসতে ভাসতে হয়তো বন্দরে তোমারই ।
হেমন্তের রাতে দুজনে করবো
তারাদের আদমশুমারী ।

নাবিকের দল আর কবে থেমে থাকে ?
হারানো দ্বীপ
হারানো ছোঁয়া
হারানো ঠোটের তিল
হিমশৈলার বিষন্নতা
তবু আশায় অন্তমিল ।

ফের তোমার শহরেই আমার ঠাই
কোন নিয়তির ছলে ।
প্রৌঢ় রোদেও চাইবো তোমায়
প্রথম আলোর কৌতুহলে ।

জানিনা …তখনও দেবে ফিরিয়ে ।
নাকি চাইলে ছুঁতে ঠোট , বলবে আড়ি ।
খালি বুকপকেটের ডায়রিতে রাখবে পাতি কলমচি।
তোমায় ভালবাসা ছাড়া বাকি সবেতেই তোমার ‘ না ‘ মানতে পারি ।

সোমনাথ ঘোষ

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch