“ এই দুটো বড়ো বড়ো ছেলে মেয়ে হয়েছিস, যা একটু এই বাজার গুলো এনে দে কেউ, দিয়ে উদ্ধার কর আমাকে “- মা এর এই হুংকার শুনেই চুপচাপ পড়তে বসে গেছি আমি। আবহাওয়া ভালোই গরম মনে হচ্ছে। এখন পড়তে বসে যাওয়াই সবথেকে safe.
– কিরে মোটা,চল বাজার যাই একসাথে।
– তুই নিজে যা, দেখছিস না পড়ছি আমি?
– বাব্বা !! এটা বিশ্বাস করতে হবে আমাকে?!
– যা না ভাই আজকে তুই , আমাকে ছেড়ে দে আজকে।
– মোটা রে মোটা, বাজার চলনা নাটা..
– আমি নাটা !!!?
– তা নয়ত কি?
– ধুর যা তো, বড্ড জ্বালাস তুই!
– বেশ করি। গোটা পৃথিবী খুঁজেও তুই এরকম জ্বালানোর লোক পাবিনা।
– আমার চাইওনা।
– চাই চাই।তুই বুঝতে পারিসনা। আয় না একটু গাল টিপি..
– আমি বলবো মাকে তোর পরীক্ষার কম নম্বর আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে যেতিস?
– ঠিক আছে এরকম তো? বেশ যা আমিও বলবো,তোর লেদুস প্রেমিকের সাথে তুই কলেজ থেকে ঘুরতে যাস।
– তোর মত বাঁদর ভাই জীবনে দেখিনি আমি!
– সামনেই আছি,দেখে নে।
– উফ মাআআআআ….
– বাজার যাবিনা তো নাকি?
– যাচ্ছি😒
সৌভিক দাস
মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র _