আফ্রিকান মুখোশ: প্রকারভেদ ও বৈশিষ্ট্য (প্রথম পর্ব)

Share This Post

আফ্রিকার মুখোশের রয়েছে বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য ও প্রকারভেদ। এখানকার আদিবাসীদের বিশ্বাস প্রতিটি মুখোশ তাদের কোনো না কোনো পূর্বপুরুষ ও আত্মাকে সিগনিফাই করে। তাদের এটাও বিশ্বাস যে এই এক একটি মুখোশের উপর এক একটি নির্দিষ্ট আত্মার অধিকার।

“Tribal masks are worn for grave reasons like encouraging human fertility, burial rituals, protecttion from evil spirits, ancestral worship, etc. The name of masks are Bamileke Mask, Pende Mask, Yohure Mask, Baule Mask, Dan Mask, Woyo mask, Biombo mask, Senufo mask, Kota Mask, Ligbi, etc.”

প্রকারভেদ ও চারিত্রিক বৈশিষ্ট্য :

১. মুখ মুখোশ

২. হেলমেট মুখোশ

৩. কপাল মুখোশ

৪. মাথায় পরিধানের মুখোশ

৫. কাঁধে পরিহিত মুখোশ

 “Enlarged facial mask, symmetrical design, checkboard patterns, parallel,carved, and twisted.”

(ক্রমশ:)

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch